
প্রকৌশলী মোঃ ফজলে আলম
শিক্ষা, সচেতনতা ও জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলার জন্য সামাজিক দায়বদ্ধতার নিমিত্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের ওয়েবসাইট-এর আপডেট ভার্সন চালু হতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আমাদের দেশে শিক্ষিতের সংখ্যাগত উন্নয়ন ঘটলেও প্রকৃত মান সম্পন্ন দক্ষ জনশক্তি, আলোকিত মানবপ্রেম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ মানুষের বড়ই অভাব লক্ষণীয়। বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়টি আদর্শ মানুষ গড়ে তোলার কারখানা হিসাবে গড়ে উঠুক এমনই প্রত্যাশা করছি। এ যান্ত্রয় তথ্য ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ আলোকিত সমাজ গড়ে তোলা ও পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার এ প্রচেষ্টার স্বার্থকতা কামনা করছি। আশা করি ওয়েবসাইট-এর আপডেট ভার্সনের সার্বিক ব্যবহার বিদ্যালয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সমাজের মঙ্গল বয়ে আনবে।

প্রকৌশলী মোস্তফা মাহিন সোহাগ
বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় তার গুণগত শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে। আমরা শিক্ষা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং নৈতিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের সুশিক্ষা এবং চরিত্র গঠনে আমরা সকল ধরনের সহযোগীতা প্রদান করে যাচ্ছি। বিদ্যালয়টি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে – এই বিশ্বাসে আমি উজ্জীবিত।

জেবুন্নেছা খানম
অবাধ তথ্য প্রবাহ ও বিজ্ঞান প্রযুক্তির এই যুগে যে জাতি যত বেশি প্রযুক্তির সুবিধা ব্যবহার করছে সেই জাতি তত বেশি উন্নতির শিখরে বিচরণ করছে। জ্ঞান চর্চায় নিয়োজিত শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ এই পথযাত্রায় নিশ্চিতভাবে প্রযুক্তি ও তথ্য ব্যবহারে জ্ঞানকে আরো শানিত করতে সক্ষম হবে। তথ্য প্রযুক্তির দ্বার উন্মোচনের লক্ষ্যে ইতোমধ্যে বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়েছে (www.bgab.edu.bd)। ওয়েবসাইটটিকে হালনাগাদ করণের উদ্যোগ প্রশংসনীয়। সরকারি নির্দেশনায় হালনাগাদ করণের এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিজিডিসিএল এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিসহ সকলের শ্রম, মেধা ও আন্তরিক প্রচেষ্টাকে মোবারকবাদ জানাই। আশা করি, সকলেই প্রযুক্তির এই সংযোজনে উপকৃত হবে।
ঐতিহাসিক প্রেক্ষাপট
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এই কোম্পানীর প্রধান কার্যালয় কুমিল্লা শহরের অদূরে চাপাপুর গ্রামে অবস্থিত। কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মানসম্মত শিক্ষা প্রদান এবং স্থানীয় কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক ও আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়। ২০৪তম বোর্ড সভায় বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হলে, ২৭ অক্টোবর ১৯৯৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার স্বীকৃতি লাভ করে। কোম্পানীর নিজস্ব অর্থায়নে ১.৪২৫ একর জমির উপর "বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়" প্রতিষ্ঠিত হয়।
১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে একটি আধুনিক সুবিধাসম্পন্ন দ্বিতল ভবনে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হয়। ২৪ ডিসেম্বর ১৯৯৬, বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্বীকৃতি লাভ করে। ধাপে ধাপে শ্রেণি সম্প্রসারণের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর ২০০১ সালে এটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কুমিল্লার অনুমোদন লাভ করে।
প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষার্থীদের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে আসছে। ২০০২ সালের ২ জানুয়ারি বিজিডিসিএল-এর ৩০২তম বোর্ড সভায় মাধ্যমিক পর্যায়ের (হিউম্যানিটিজ ব্যতীত) শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন প্রদান করা হয়। পরে ২০০৩ সালের ৯ অক্টোবর, ৩২৬তম বোর্ড সভায় হিউম্যানিটিজ গ্রুপ সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২০০৪ সালে নবম শ্রেণিতে হিউম্যানিটিজ গ্রুপ চালু হয় এবং ২০০৬ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসসহ কুমিল্লা বোর্ডে ৪র্থ স্থান অধিকার করে। প্রথমদিকে বিদ্যালয়টি শুধুমাত্র কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য বিনা বেতনে শিক্ষার সুযোগ দিত। ২০০০ সাল থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দাবির প্রেক্ষিতে সীমিত সংখ্যক আসনে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে বহিরাগত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ চালু করা হয়।
বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৭৭০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং প্রতিষ্ঠানটি তার শিক্ষাগত মান ও প্রশাসনিক কাঠামোর জন্য প্রশংসিত।

Teachers
14

Students
0

Staffs
0

Classes
10
Why Choose Bakhrabad Gas Adarsha Bidyalaya?
We provide a nurturing environment, modern facilities, and holistic education for your child’s success.
Modern Classrooms
Tech-Enabled Learning
Holistic Development
Supportive Community
We Inspire. We Educate. We Build Tomorrow’s Leaders
Empowering young minds with knowledge, values, and skills to shape a better tomorrow.
Smart Curriculum
Creative Learning
Green Campus
Inspiring Faculty